"এসএসসিতে GPA 5 এর পিছনে ষষ্ঠ শ্রেণির নিব্বিই ছিল আমার একমাত্র অনুপ্রেরণা" - আমিরুল

SSC funny news

৩১শে অগস্ট এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় | প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় আমিরুল জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষার সব কটি বিষয়েই তাঁর জিপিএ–৫ এসেছে।

আমিরুল ছবিনগর উপজেলার ঝাটার হাট ইউনিয়নের ছিছিমপুর গ্রামের অপু ভাইয়ের ছেলে। সে উপজেলার আম আম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়।
গত ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়, আমিরুল আমাদের জানিয়েছেন ২ তারিখ থেকে শুরু করে প্রত্যেকটি পরীক্ষার আগে তার প্রেমিকা সাদিয়া তাকে পড়াশুনার প্রতি প্রেরণা দিতেন। আমরা আমিরুলকে যখন প্রশ্ন করলাম যে তার প্রেমিকা তাকে কি ভাবে অনুপ্রেরণা দিলেন, উত্তরে আমিরুল বললো সাদিয়া তাকে তাদের ভবিষ্যতের মুন্না-মুন্নি দের কথা মনে করেন দিতেন | 
এবং বলত যে এসএসসি তো সব থেকে মূল্যবান একটি পরীক্ষা, এতে ভালো ফলাফল না করলে কখনো চাকরি হবেনা আর চাকরি নাহলে ওর বাবা-মা আমাদের নাকি মেনে নিবে না | তাকে সে খুব ভালবাসে, তাই তার জন্য, শুধুমাত্র সাদিয়ার জন্য নাকি আমিরুল খুব মনোযোগ দিয়ে পড়াশুনা করেছে এবং এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে | এবং এই ফলাফল শুনে নাকি সাদিয়া তার সব বান্ধবীদের ফুচকা খাইয়েছে | 

খবর শুনে এডমিন কেনো আজও সিঙ্গেল এই প্রশ্নটি আবার জাগলো এডমিনের মনে :) 

কোন মন্তব্য নেই

So you want to comment, huh??

Blogger দ্বারা পরিচালিত.