নিলামে তুলতে চান অপু ভাইয়ের চুল, ভিত্তি মুল্য হবে কতো ?


OPU vai

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ব্যক্তি অপু ভাই | প্রায় সবাই অপু ভাইয়ের চুল এবং হাসির প্রশংসা করেছে |
এবার গুঞ্জন উঠেছে এবর নাকি নিলামে উঠছে অপু ভাইয়ের চুল | এমন চুল নাকি এর আগে কেউ কখনো দেখেনি | আপনার মত আমাদের মাথায়ও একই প্রশ্ন এসেছিল, কে বা কারা কিনতে চায় অপু ভাইয়ের চুল ? 
আপনার হয়ত জানেন না অপু বর্তমানে অপু ভাইয়ের ভক্ত কতগুলো, আমি ডাক ডাক গো থেকে জানতে পেরেছে যে আজ পর্যন্ত আপনি যতগুলো মেয়ের উপর ক্রাশ খেয়েছেন তারা সকলেই ইতি মধ্যে অপু ভাইকে ফলো করে | এবং অপু ভাইয়ের এক ভক্ত তাকে পাওয়ার জন্য বিষ খেতে গিয়েছিল কিন্তু পরে অপু ভাইয়ের উপদেশ মুলুক ভিডিও দেখে নিজেক সামলিয়েছে | এখন পর্যন্ত নিলামের ভিত্তি মুল্য নির্ধারণ করা হয়নি | তবে জানা গেছে উনোসত্তর হাজার টাকা থেকে শুরু হতে পারে নিলাম |


কোন মন্তব্য নেই

So you want to comment, huh??

Blogger দ্বারা পরিচালিত.