ওষুধ কিনতে বাইরে গিয়েছিলাম

latest news

পুরো বিশ্ব যখন ঘর বন্দী, তখন কিছু অসুবিধা তো হবেই | আশিকের মত অসুবিধায় পড়েছেন অনেক বড় সংখ্যক মানুষ | 
পুরো বাংলাদেশ এখন পুলিশ এবং সেনাবাহিনীর নজরদারিতে | এটা যেমন কিছু সংখ্যক মানুষের জন্য ভালো তেমনি কিছু মানুষের জন্য এটা হুমকির মত | আশিক, অত্তেন্ত ভদ্র একটি ছেলে | সবার সাথে সব সময় ভালো ব্যবহার করে, কাউকে মিথ্যা বলেনা, কিন্তু ওর শুধু একটাই খারাপ দিক রয়েছে, সেটা হলো দিনে একটি সিগারেট না খাইলে ওর দিন যায়না | তাই এই লক ডাউনে ওর একটু সমস্যাই হয়েছে বটে | খুব ভেবে চিন্তে অবশেষে একটি ফন্দি অটল আশিক | এবং এবার আশিক সফল ও হয়েছে |
আশিকের প্রয়োজন সিগারেট সে পুলিশ ও সেনাবাহিনীর হাত থেকে লুকিয়ে ওষুধ আনার কথা বলে সিগারেট আনতে সফল হয়েছেন | রাস্তায় সেনাবাহিনী তাকে যখন থামিয়ে প্রশ্ন করলো যে সে কোথায় থেকে আসছে তখন সে বলল যে ওষুধ কিনে এবং ওষুধের প্যাকেটটি দেখালেই তাকে সেনাবাহিনী আর কিছু বলেনা | 
এই সুযোগ আটছেন প্রায় দেশের অনেক মানুষই | তারা ওষুধ এর প্যাকেটে অনেক গুলো করে সিগারেট নিয়ে এসে বাসায় লুকিয়ে রাখছেন | আবার আমাদের কাছে খবর এসেছে যে, নোআখালিতে এক ছাোলের বাসায় ৬৯ টি বেনসন এর প্যাকেট পেয়েছে তার বাবা-মা | বিজ্ঞানীরে জানিয়েছেন যারা ধুমপান করে তাদের করোনার ঝুকি ষাট শতাংশ বেশি | সিগারেট খেলে শাসকষ্ট হবার প্রবণতা বেশি থাকে, এবং করোনায় এখন পর্যন্ত যত রোগী মারা গিয়েছেন তারা সকলেই শাসকষ্টেই মারা গিয়েছেন | তাহলে কি উচিত না আমাদের এই ধুমপান থেকে বিরত থাকা?? 

যারা ধুমপান করেন, আমাদের তাদের প্রতি একটাই আহব্বান রইলো, যদি পারেন ধুমপান থেকে বিরত থাকুন, সবাই বাসায় থাকুন, বাসা থেকে বের হবেন না | আসুন সবাই একসাথে করোনা প্রতিরোধ করি এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যেন আমাদের মধ্যে থেকে এই আজাব উঠিয়ে নেন |

২টি মন্তব্য:

So you want to comment, huh??

Blogger দ্বারা পরিচালিত.